'Wise Owl' Restaurant-টা
থেকে একটা রোগা, লম্বা,
চশমা আর মেরুন পাঞ্জাবি
পড়া ছেলে, হন্তদন্ত হয়ে,
নীল কুর্তি পড়া, বেশ
রেগে যাওয়া মেয়েটির দিকে
এগিয়ে গিয়ে বললো, "Miss. Mitra দাঁড়ান, আপনি
রেগে গেলেন নাকি?.. তাহলে
case-টার একটা সরেজমিন তদন্ত
করে দেখতে বলছেন?... কিন্তু
আপনি আমার হেল্প কেন
করতে চাইছেন বলুন তো?"
উত্তরে
মেয়েটির সটান জবাব, "আপনি
না detective? উত্তরটা আপনি নিজেই দিন
|"
Followed by কিছুটা
awkward silence. আর অনেকটা না বলা
কথোপকথন|
সত্যিই
তো, ওইরকম established মহিলা, নিজের beauty parlour ছেড়ে, শেষমেশ
M.B.A পড়া, struggling,
detective agency-র মালিককে help করতে গেল কেন?
কথা তো ছিল ওই
টিকটিকি agency-র সে লেজ
যদি না খসিয়ে দিয়েছে
তবে তার নাম Lovely Mitra না
| কিন্তু ওই যে ভাগ্নে,
যদি বলতো 'না', তবে
কি হতো 'যদি বলো
হ্যাঁ"? এই সায়ন সেন,
লাভলী মিত্র, হৈমবতী, লালটু,
Mr. & Mrs আইচ- এখনো হৃদয়ের খুব
কাছে | তাই মনটা বারবার
তাদের জন্য "হ্যাঁ" বলতে রাজি |
Today 9th August, marks 3 years of this amazing Zee Bangla
Original Cinema, 'Jodi Bolo Hyan' and there couldn’t have been a better way and
better day to rant about this gem of a presentation!
এই গল্পটার theatrical release হয়নি ঠিকই, কিন্তু
এর আগে এইরকম witty, sensible handling of a pure and
outright romantic comedy in Bengali television- আমার
মন ছোঁয়নি | প্রত্যেকটা মানুষের একটা “any mood watchlist” থাকে| আমার যেটি
আছে সেই collection-এ এই অসাধারণ
ছবিটি এখনো জ্বলজ্বল করে|
মন ভালো, মন খারাপ,
যাই হোক না কেন,
আজও প্রত্যেকটা scene- হাসায়, ভাবায়, মন
ছুঁয়ে যায়| এই ছবিটাই
আমাকে অনির্বাণ ভট্টাচার্য নামক একজন অবিশ্বাস্য
প্রতিভাকে প্রথমবার চেনায়, and there’s no
elaborating on the admiration graph ever since |
সময়ের
সাথে এই ছবি, এই
গান আরও শ্রুতিমধুর হোক,
আরও ক্লান্ত মানুষকে দিনের শেষে এক
চিলতে হাসি দিক, কাউকে
একটা হৈমবতী দিক তার
“Sir”এর পাশে থাকার জন্য,
একটা লাভলী মিত্র দিক
কোন Mrs.আইচকে তার নিজের
কাছে নিজেকে চিনিয়ে দেওয়ার
জন্য, কাউকে কোন ভজা
মামা দিক তার ভাগ্নেকে
তার ভালোবাসার বোধটুকু বুঝিয়ে দেওয়ার জন্য|
তাই আর কারো হাতে
রাখা বিষুবরেখায় যাত্রা নয়, সত্যি,
যদি ফিরে আসতে হয়....
হয়তো সত্যি "কৌটোর মাঝখানে, ভোমরা
রাখা আছে সাবধানে.."