Total Pageviews

Thursday, March 29, 2018

Anupam Roy | Birthday Special

জানি হয়তো হৃদয়ের রং ফুরিয়ে যাবে ওবেলার ডালভাতে;
জানি আমি আজকাল ভালো আছি, মন ভালো নেই বলেই|
জানি যাকে দেখে মনে হয়, 'তোর মতো কেউ নেই", তাকেও বলতে হতে পারে , 'তোকে ছাড়া রাত গুলো আলো';
জানি রেখে দিতে পারলেও, থেকে হয়তো যাবে না|
তবু জানি তার-ছেঁড়া যন্ত্রের মাঝখানেই খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার গান;
ফাঁকা ফ্রেম আর শুকনো পেঁয়াজকলির ভিড়েই, ভালোবাসা ভালো থাকে|
জানি বাড়ি না ফিরেও ঘরে ফেরা যায়;
জানি এক মুহূর্তের জন্যও না চাইলে, সেটাও সত্যি হয়|

তাদের জন্য যাদের মন খারাপের, রাত জাগানো playlist-এ থাকেন অনুপম রায় |
যারা তার সুরে, তার গানে, রোজ একটু করে খুঁজে পায় কোনো না কোনো পুরোনো অভ্যাস||

© Shreya |
#HappyBirthdayAnupamRoy

No comments: