রঙ থাকুক🎨
![]() |
| Image Source: Pinterest |
আজ রঙ থাকুক চুন খসা দেওয়ালে,
রঙ থাকুক শেওলা ধরা উঠোনটাতেও|
রঙ থাকুক বিধবা বুড়িটার সাদা থানে,
রঙ থাকুক ঠিকে ঝিয়ের বকশিসেও|
রঙ থাকুক ওই বাচ্চাটার রঙ পেন্সিলে, যে মুহর্তে হারিয়েছে তার পুরো পরিবারকে,
শুধু বেরঙিন হোক হিংসার কার্তুজ, ক্ষমতার বন্দুকও|
রাঙা হোক ৮ বার সরকারি পরীক্ষা দেওয়া 'সামাজিক চোখে' অসফল ছেলেটার ছেঁড়া পাঞ্জাবি,
রঙ থাকুক মুদির দোকানে বাকির খাতাতে প্রথম নাম যার সেই মেয়েটির মনেও.
একটু আবির লাগুক সেই ব্যর্থ প্রেমিকের হৃদয়ে,
একটু রঙ থাকুক 'প্রেম নিবেদনে' অক্ষম ছাত্রীটির নোটবুকেও|
রঙ থাকুক রাশভারী স্বামীর নির্দেশে,
রঙ থাকুক M. A পাশ করা স্ত্রীর হেঁসেলেও|
ঠোঁট বা সিঁথিতে নয়, রঙ থাক আজ অপ্রাপ্ত প্রেমে, ছিন্ন বিশ্বাসে.
রঙ থাকুক দুর্মূল্য দুঃখে, অনিবার্য ধ্বংসে|
![]() |
| Image Source: Pinterest |
© Copyrights & All rights reserved: Shreya Mitra


No comments:
Post a Comment